Nadia Corona Update: কমেছে সক্রিয় রোগীর সংখ্যা, একদিনে আক্রান্ত হয়েছেন 9 জন

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: নদীয়া জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের যৌথ উদ্যোগে নানাবিধ উপায়ে ধীরে ধীরে আয়ত্তে আনা যাচ্ছে করোনা সংক্রমণকে। নদীয়া জেলা স্বাস্থ্যদফতরের দেওয়া সাম্প্রতিকতম প্রেস বিবৃতি অনুযায়ী, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯ জন। যেখানে গতকাল সংখ্যাটা ছিল ১২ জন। সংখ্যাটা অপরিবর্তিত থেকে একদিনে জেলায় করোনার কবলে পরে মারা গেছেন ২ জন। এনিয়ে নদীয়া জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৯ ।

নদীয়া জেলা  স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে জেলায় সুস্থ হয়েছেন ৬ জন। যা গতকালের তুলনায় সামান্য বেশি।

গত ২৪ ঘন্টায় নদীয়া জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে নবদ্বীপ মিউনিসিপ্যালিটি-তে। নবদ্বীপ মিউনিসিপ্যালিটি-তে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২ জন। গতকাল যেখানে নবদ্বীপ মিউনিসিপ্যালিটি-তে একজনও করোনা আক্রান্ত হননি।  এছাড়াও নদীয়া জেলার অন্যান্য ব্লকের করোনা আক্রান্তের সংখ্যা নিন্মে দেওয়া হল

বিরনগর মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

চাকদহ মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ১

ক্যাম্প-এ নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

হাঁসখালী ব্লকে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল-০

হরিনঘাটা ব্লকে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

কল্যাণী মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ১

নবদ্বীপ মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ২
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

শান্তিপুর মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ১

স্বস্তি ফিরিয়ে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় আরও কিছুটা কমে বর্তমানে নদীয়া জেলার  সক্রিয় রোগীর সংখ্যা ৪৯০ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *