Corona Virus: বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা, দৈনিক সংক্রমণে শীর্ষে কেরল

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: গতকালের তুলনায় কমলো দেশের করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ৬৫৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। উদ্বেগজনক ভাবে যার মধ্যে বেশিরভাগই কেরলের। কেরলের এই লাগাতার সংক্রমন বাড়ার ফলেই বাড়ছে দেশের করোনা গ্রাফ। এনিয়ে সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৬ লক্ষ ৩ হাজার ১৮৮ জন। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কেরলেই আক্রান্ত হয়েছেন ৩০,০৭৭ জন।

শুক্রবারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনার জেরে আরও মৃত্যু হয়েছে আরও ৪৯৮ জনের। এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ লক্ষ ৩৬ হাজার ৮৬১। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছে ৩২ হাজার ৯৮৮ জন। এই সংখ্যাটা দৈনিক আক্রান্তের থেকে অনেক কম। ফলে এক ধাক্কায় অনেকটা বেড়েছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৯ ।

এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৮ লক্ষ ২১ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৬১ কোটি ২২ লক্ষ মানুষ। গত ২৪ ঘণ্টায় ৭৯ লাখ ৪৮ হাজার ৪৩৯ জন ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *