নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: গতকালের তুলনায় কমলো দেশের করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ৬৫৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। উদ্বেগজনক ভাবে যার মধ্যে বেশিরভাগই কেরলের। কেরলের এই লাগাতার সংক্রমন বাড়ার ফলেই বাড়ছে দেশের করোনা গ্রাফ। এনিয়ে সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৬ লক্ষ ৩ হাজার ১৮৮ জন। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কেরলেই আক্রান্ত হয়েছেন ৩০,০৭৭ জন।
India reports 44,658 new #COVID19 cases,32,988 recoveries and 496 deaths in the last 24 hrs, as per Health Ministry.
— ANI (@ANI) August 27, 2021
Total cases: 3,26,03,188
Total recoveries: 3,18,21,428
Active cases: 3,44,899
Death toll: 4,36,861
Total vaccinated: 61,22,08,542 (79,48,439) in last 24 hrs pic.twitter.com/3Ekda2cKBP
শুক্রবারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনার জেরে আরও মৃত্যু হয়েছে আরও ৪৯৮ জনের। এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ লক্ষ ৩৬ হাজার ৮৬১। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছে ৩২ হাজার ৯৮৮ জন। এই সংখ্যাটা দৈনিক আক্রান্তের থেকে অনেক কম। ফলে এক ধাক্কায় অনেকটা বেড়েছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা রয়েছে ৩ লক্ষ ৪৪ হাজার ৮৯৯ ।
এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ১৮ লক্ষ ২১ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৬১ কোটি ২২ লক্ষ মানুষ। গত ২৪ ঘণ্টায় ৭৯ লাখ ৪৮ হাজার ৪৩৯ জন ভ্যাকসিন দেওয়া হয়েছে।