Nadia Corona Uodate: ফের ঊর্ধমুখী জেলার দৈনিক করোনার সংক্রমন, বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদন: ধীরে ধীরে প্রতিনিয়তই বাড়ছে সংক্রমনের সংখ্যা। কয়েক সপ্তাহ আগে যেখানে নদীয়া জেলার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমে এসেছিল ১৫ এর নিচে,তা এখন আবার ঊর্ধমুখী। গতকাল সংখ্যাটা ৪০ এর নিচে থাকলেও আজ তা ৪০ এর উপরে। জেলা স্বাস্থ্য দফতরের  দেওয়া সাম্প্রতিকতম প্রেস বিবৃতি অনুযায়ী নদিয়ায় গত ২৪ ঘন্টায় NT-PCR ও RAT মিলিয়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ জন। যেখানে গতকাল সংখ্যাটা ছিল ৩৮।পরিসংখ্যানেই বোঝা যাচ্ছে আবার ভয়াবহ ভাবে হানা দিতে চলেছে এই মারণ ভাইরাস।

এদিকে সংক্রমন বাড়ার সাথে সাথেই বাড়ছে করোনার মৃতের সংখ্যা। তবে গতকালের তুলনায় গত ২৪ ঘন্টায় সামান্য কমেছে মৃতের সংখ্যা। একদিনে নদীয়া জেলায় করোনার কবলে পড়ে মারা গেছেন ২ জন। যেখানে গতকাল সংখ্যাটা ছিল ৪। এনিয়ে নদীয়া জেলায় মোট মৃতের সংখ্যা  ৯৬৯ ।

গত ২৪ ঘন্টায় নদীয়া জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে শান্তিপুর ও রানাঘাট মিউনিসিপ্যালিটি-তে। একদিনে এই দুই জায়গাতেই  করোনা আক্রান্ত হয়েছেন ৫ জন। এছাড়াও নদীয়া জেলার অন্যান্য ব্লকের করোনা আক্রান্তের সংখ্যা নিন্মে দেওয়া হল

বিরনগর মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

চাকদহ ব্লকে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ৪

হাঁসখালী ব্লকে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ২

হরিনঘাটা মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ৩
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

কল্যাণী মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ২
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ৩

করিমপুর ১ নং ব্লকে  নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ৩
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ৪

কৃষ্ণনগর ১ নং ব্লকে  নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ১

নবদ্বীপ মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ২

রানাঘাট ১ নং  ব্লকে নতুন করে আক্রান্ত- ১০
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ৪

রানাঘাট ২ নং  ব্লকে নতুন করে আক্রান্ত- ২
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ১

শান্তিপুর মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ২
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ৩

তাহেরপুর NAA তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

তাহেরপুর ১ নং ব্লকে নতুন করে আক্রান্ত- ২
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

সংক্রমন বাড়লেও সুস্থতার হারে তেমন কোনো পরিবর্তন ঘটেনি। উল্টে কমছে সুস্থতার সংখ্যা। নদীয়া জেলা স্বাস্থ্য দফতরের দেওয়া প্রেস বিবৃতি অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪ জন।  যা গতকালের তুলনায় সামান্য কম। তবে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গতকালের তুলনায় সক্রিয় রোগীর সংখ্যা কমে বর্তমানে নদীয়া জেলার সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে  ৬১৭ ।

বিশেষজ্ঞরা মনে করছেন ,বেআইনি ভাবে নাইট কারফুর অমান্য করা, ঠিকঠাক করোনার বিধিনিষেধ না মানা ,এসবের ফলেই ভারতের সামনে অপেক্ষা করছে ভয়াবহ বিপর্যয়। করোনার তৃতীয় ঢেউ ভয়াবহ আকারে আছড়ে পড়বে ভারতের উপর।

Leave a Reply

Your email address will not be published.