নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দেশের করোনা গ্রাফে ফের একবার মিলল স্বস্তি। গত কয়েকদিনের তুলনায় কিছুটা কমলো দৈনিক সংক্রমন। একইসাথে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। ঊর্ধমুখী সুস্থতার হারও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া শনিবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে ৩৪ হাজার ৪৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় ৫.৭।
COVID19 | India reports 34,457 new cases, 375 deaths in the last 24 hours; Active caseload stands at 3,61,340; lowest in 151 days pic.twitter.com/pXg40DtxC6
— ANI (@ANI) August 21, 2021
এদিকে একদিনে মারণ ভাইরাসের কবলে পড়ে মারা গেছেন ৩৭৫ জন। এনিয়ে দেশে এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন ৪ লক্ষ ৩৩ হাজার ৯৬৪ জন। দৈনিক সংক্রমনের পাশাপাশি কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৫১ দিন পর আজই সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৬১ হাজার ৩৪০ জন।
গত ২৪ ঘন্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩৬ হাজার ৩৪৭ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১৫ লক্ষ ৯৭ হাজার ৯৮২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। দেশে এখনও পর্যন্ত দেশে প্রায় ৫৭ কোটি ৬১ হাজারেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩৬ লক্ষের বেশি।