নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ওমিক্রম আতঙ্কের মাঝেই স্বস্তির খবর শোনালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এরই মাঝে ভারতকে কিছুটা হলেও স্বস্তি দিয়ে WHO জানিয়েছে, করোনার নতুন স্ট্রেনের কারনে ভারতে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে , এমন মনে করার কোনো কারণ নেই।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে করোনায় আক্রান্তর সংখ্যা ৭ হাজার ৭৭৪। শনিবারের পরিসংখ্যান অনুয়ায়ী, দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল সাত হাজার ৯৯২।
এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৩০৬ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে খানিকটা কম। দেশে এই মুহূর্তে মৃত্যুহার ১.৩৭ শতাংশ। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৫ হাজার ৪৩৪ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৯২ হাজার ২৮২ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ২২ হাজার ৭৯৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৪৬৪ জন।
এখনও পর্যন্ত দেশজুড়ে টিকাকরণ অভিযানে ১৩২ কোটি ৯৩ লক্ষ ৮৪ হাজার ২৩০ টিকার ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন ৮৯ লক্ষের বেশি।