নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দেশের মধ্যে ২১ টি রাজ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। যা রীতিমত ভয় ধরাচ্ছে। করোনার এই নতুন প্রজাতিতে দেশজুড়ে সংক্রমন ছড়িয়েছে সাড়ে ছয়’শোর বেশি। তবে ওমিক্রন আবহে দেশে কমেছে করোনার দৈনিক সংক্রমন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন। গত ২৪ ঘন্টায় মরণ করোনা ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫০ জন। সুস্থতার হার ৯৮.৪০ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬৫৩ । দেশের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি ওমিক্রনের হদিস মিলেছে মহারাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা ১৬৭। এরপরেই রয়েছে দিল্লি। দিল্লিতে মোট ওমিক্রন আক্রান্ত হয়েছেন ১৬৫ জন। এ রাজ্যে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৬।
এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ২৯৩ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮০ হাজার ২৯০ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৭৫ হাজার ৪৫৬ জন।
এখনও পর্যন্ত দেশে প্রায় ১৪২ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন পেয়েছেন ৭২ লক্ষের বেশি।