WB Corona Update: ঊর্ধমুখী রাজ্যের করোনার অ্যাকটিভ কেস, একদিনে আক্রান্ত ১ হাজারের বেশি

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ওমিক্রন আবহে রাজ্যে ফের বাড়লো দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। একলাফে এক হাজার পেরোলো সংক্রমন। বুধবারের রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৯ জন জন। যেখানে গতকাল রাজ্যে সংক্রমিতের সংখ্যা ছিল ৭৫২ জন। একইসাথে রাজ্যে একদিনে করোনায় মৃতের সংখ্যা ১২ । এনিয়ে সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ৩২ হাজার ৯০৬ জন। সবমিলিয়ে মৃতের সংখ্যা ১৯ হাজার ৭৪৫ ।

দৈনিক সংক্রমন বৃদ্ধির পাশাপাশি ঊর্ধমুখী রাজ্যের করোনার অ্যাকটিভ কেসের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে বর্তমানে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৭২৭। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৬,০৫,৪৩৪ জন। যার মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮০৭ জন।

রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে সেই প্রথমে কলকাতা। একদিনে আক্রান্ত ৫৪০। যা মোট আক্রান্তের অর্ধেক। দ্বিতীত স্থানে উত্তর ২৪ পরগনা। আক্রান্তের সংখ্যা ১৫৪ জন।

রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি নদীয়া জেলাতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১২ জন। একদিনে নদিয়ায় করোনার জেরে মৃত্যু হয়েছে ১ জনের।

দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে হাওড়া ও কলকাতা। একদিনে করোনার বলি হয়েছেন সেখানকার ৩ জন করে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *