নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: সোমবারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। তবে পরীক্ষাও এ দিন অনেক কম হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া সোমবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৮৬ জন। গতকাল যে সংখ্যাটা ২৪ হাজার পার করেছিল। এনিয়ে এপর্যন্ত মোট ১৭ লাখ ৭৪ হাজার ৩৩২ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ১৬ জন। এনিয়ে রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৯১৭ জন। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮৯ হাজার ১৯৪ জন। যার মধ্যে গত ২৪ ঘন্টায় রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১১ হাজার ৮৩। একলাফে পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৩৭.৩২ শতাংশ।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যজুড়ে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬৫ হাজার ২১১ জন। যার মধ্যে গতকাল সুস্থ হয়েছেন ৮ হাজার ১৮৭ জন।

রাজ্য স্বাস্থ্য দফতরের সোমবারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে মোট আক্রান্তের মধ্যে কলকাতায় কোভিড পজিটিভ হয়েছেন ৫ হাজার ৫৫৬ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৯৭। গত ২৪ ঘণ্টায় হাওড়ায় করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬২৫ জন। দক্ষিণ ২৪ পরগনায় ১ হাজার ২৫৫ জন আক্রান্ত হয়েছেন। হুগলিতে ৯৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। পূর্ব ও পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৬১৬ এবং ১০০৮ জন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৯২ এবং ৩৬২। ঝাড়গ্রামে আক্রান্তের সংখ্যা ১৪৫। বাঁকুড়ায় করোনা আক্রান্ত হয়েছেন ২৯২ জন। পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা ২৭৭। বীরভূমে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৪জন। নদিয়ায় আক্রান্তের সংখ্যা ৫৬০ জন। মুর্শিদাবাদে কোভিড আক্রান্ত হয়েছেন ৩৭৫ জন। মালদায় করোনা আক্রান্তের সংখ্যা ৩০৬। দক্ষিণ দিনাজপুরে করোনা আক্রান্ত হয়েছেন ১২৩। উত্তর দিনাজপুরে করোনা আক্রান্ত হয়েছেন ১৭০। জলপাইগুড়িতে করোনা করোনা আক্রান্তের সংখ্যা ১০৬। কলিংপং-এ করোনা আক্রান্তের সংখ্যা ৪০। দার্জিলিং-এ করোনা আক্রান্তের সংখ্যা ৩৮২। কোচবিহারে করোনা আক্রান্তের সংখ্যা ৫৮। আলিপুরদুয়ারে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ জন।