CoronaVirus: গত একদিনে কিছুটা কমেছে দেশের করোনার দৈনিক সংক্রমন, পজিটিভিটি রেট ১৭.২২%

করোনার তৃতীয় ঢেউয়ের মাঝে কয়েকদিনের তুলনায় কিছুটা হলেও স্বস্তি মিলল কোভিড গ্রাফে। গত দুইদিন যেখানে দৈনিক সংক্রমন সাড়ে তিন লাখ পার করেছিল,সেখানে গত ২৪ ঘন্টায় সংক্রমন কিছুটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী গত একদিনে দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৩৭ হাজার ৭০৪ জন। শুক্রবারের তুলনায় যা প্রায় ১০ হাজার কম। 

এদিকে সংক্রমনের পাশাপাশি একদিনে দেশে করোনার বলি ৪৮৮, শুক্রবারের তুলনায়ও এই সংখ্যাটা খানিকটা কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২১ লক্ষ ১৩ হাজার ৩৬৫। গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৪২ হাজার ৬৭৬ জন। যা দৈনিক আক্রান্তের থেকে ১ লাখ কম।

করোনার পাশাপাশি দেশে বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। এই মুহূর্তে তা ১০ হাজার ৫০ জন। হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় ওমিক্রনের সংক্রমণ বাড়ল প্রায় ৩.৭ শতাংশ।

ইতিমধ্যেই দেশের ১৬১ কোটির বেশি মানুষ টিকা পেয়ে গিয়েছেন। চলছে প্রবীণদের বুস্টার ডোজ এবং কমবয়সীদের টিকাকরণ। বুস্টার ডোজ নিয়ে ফের নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্যমন্ত্রক। শনিবার সকালে রাজ্যগুলিকে স্বাস্থ্যকর্তার পাঠানো চিঠিতে স্পষ্ট উল্লেখ রয়েছে, কেউ করোনা আক্রান্ত হলে সুস্থ হওয়ার ৩ মাস পর টিকা নিতে হবে। সে প্রথম, দ্বিতীয় বা বুস্টার –  যে কোনও ডোজের ক্ষেত্রেই প্রযোজ্য। তার আগে কোনও টিকা নেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published.