করোনা আতঙ্ক! দেশে একদিনে আক্রান্ত ১ লক্ষ ১৭ হাজার

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দেশজুড়ে সুনামির আকার ধারণ করলো করোনা। মনে করা হচ্ছে ভারতে করোনার তৃতীয় ঢেউ বর্তমান। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ১৭ হাজার ১০০। যা আগের দিনের থেকে প্রায় ২৯ শতাংশ বাড়ল। দিন দশেক আগেও যেখানে দৈনিক সংক্রমণ ৭ হাজারের আশেপাশে ছিল, সেখানে শুক্রবার ৭ মাসের মধ্যে প্রথমবার সংক্রমণ ১ লক্ষ পেরোল। এনিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৫২ লক্ষ ২৬ হাজার ৩৮৬ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় দেশে করোনার কবলে পড়ে মারা গেছেন ৩০২ জন। যা গতকালের থেকে সামান্য কম। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮৩ হাজার ১৭৮ জনের মৃত্যু হয়েছে। সংক্রমনের পাশাপাশি দেশে একলাফে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৮৫ হাজার। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৩ লক্ষ ৭১ হাজার ৩৬৩ জন।  পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে ৭.৭৪ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৩ লক্ষ ৭১ হাজার ৮৪৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩০ হাজার ৮৩৬ জন।

দেশে শুক্রবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩৭৭ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৮৭৬ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৬৫। 

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৪৯ কোটি ৬৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন প্রায় ৯৪ লক্ষ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *