Nadia Corona Update: জেলায় বেড়েছে আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা কমে ২

নিজস্ব প্রতিবেদন: করোনা মোকাবিলায় রাজ্যে বাড়ানো হয়েছে বিধিনিষেধের মেয়াদ। ৩০ জুলাই পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই ছাড় দিয়ে বাড়ানো হয়েছে বিধিনিষেধ। তবে এই পর্বেও চালানো হবে না লোকাল ট্রেন। গত কয়েকদিন জেলায় করোনা সংক্রমনের হার নিম্নমুখী থাকলেও, গত ২৪ ঘন্টায় বেড়েছে সংক্রমণের সংখ্যা। বুধবারের নদীয়া জেলা স্বাস্থ্য দফতরের দেওয়া প্রেস বিবৃতি অনুযায়ী নদিয়ায় গত ২৪ ঘন্টায় NT-PCR ও RAT মিলিয়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ জন। যেখানে বুধবার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৯ জন। সংক্রমনের সংখ্যা বাড়লেও কমেছে মৃতের সংখ্যা। একদিনে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২  জন। এনিয়ে নদীয়া জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৯১৫ ।

গতকালের মতো গত ২৪ ঘন্টায় নদীয়া জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে চাকদহ ও করিমপুর ১ নং ব্লকে। দুই জায়গাতেই একদিনে আক্রান্তের সংখ্যা ৫ জন করে।  যেখানে গতকাল চাকদহ ব্লকে ৫ জন করোনা আক্রান্ত হলেও করিমপুর ১ নং ব্লকে একজনও আক্রান্ত হননি। এছাড়াও নদীয়া জেলার অন্যান্য ব্লকের করোনা আক্রান্তের সংখ্যা নিন্মে দেওয়া হল…

চাকদহ মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১

হাঁসখালী ব্লকে নতুন করে আক্রান্ত-২

কালীগঞ্জ ব্লকে নতুন করে আক্রান্ত- ৩

কল্যাণী মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ৪

কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১

কৃষ্ণনগর ২ নং ব্লকে নতুন করে আক্রান্ত-১

নবদ্বীপ  মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১

নাকাশিপাড়া ব্লকে  নতুন করে আক্রান্ত-১

রানাঘাট ১ নং ব্লকে নতুন করে আক্রান্ত- ৪

রানাঘাট ২ নং ব্লকে নতুন করে আক্রান্ত- ১

শান্তিপুর মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ২

তেহট্ট ১ নং ব্লকে  নতুন করে আক্রান্ত- ৩

নদীয়া জেলা স্বাস্থ্য দফতরের দেওয়া প্রেস বিবৃতি অনুযায়ী গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা বাড়লেও কমেছে সুস্থতার সংখ্যা। একদিনে  করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫ জন।  গতকালের তুলনায় সামান্য কমে বর্তমান অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৮ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *