নিজস্ব প্রতিবেদন: এক সপ্তাহের মাথায় দৈনিক সংক্রমন নামলো ১৫ এর নিচে। এর আগে গত মঙ্গলবার সংখাটা নেমেছিল ১৫ এর নিচে। মঙ্গলবারের নদীয়া জেলা স্বাস্থ্য দফতরের দেওয়া প্রেস বিবৃতি অনুযায়ী নদিয়ায় গত ২৪ ঘন্টায় NT-PCR ও RAT মিলিয়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ জন। যেখানে শুক্রবার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৫ জন। সংক্রমনের পাশাপাশি মৃতের সংখ্যাতেও স্বস্তি ফিরেছে জেলায়। সোমবারের পরিসংখ্যান এর মত মঙ্গলবারের পরিসংখ্যানেও জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। এনিয়ে নদীয়া জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৯২৬ ।
গত ২৪ ঘন্টায় নদীয়া জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে করিমপুর ১ নং ও তেহট্ট ১ নং ব্লকে । দুই ব্লকেই একদিনে আক্রান্ত হয়েছেন ৫ জন করে। যেখানে গতকাল এই দুই ব্লকের একটিতেও কেউই করোনা আক্রান্ত হননি । এছাড়াও নদীয়া জেলার অন্যান্য ব্লকের করোনা আক্রান্তের সংখ্যা নিন্মে দেওয়া হল…
চাকদহ ব্লকে নতুন করে আক্রান্ত-১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল-
চাকদহ মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ২
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০
হরিনঘাটা মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ১
কৃষ্ণনগর ১ নং ব্লকে নতুন করে আক্রান্ত- ২
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ৪
একইসাথে কমেছে দৈনিক সুস্থতার সংখ্যা। নদীয়া জেলা স্বাস্থ্য দফতরের দেওয়া প্রেস বিবৃতি অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫ জন। একধাক্কায় অনেকটাই কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। অনেকটা কমে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ ।