West Bengal Corona Update: রাজ্যে বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত ১০

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ফের বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা (COVID-19) আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। সোমবার সংখ্যাটা ছিল ৬৬৬। এদিন সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায়। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৮২ জন। দ্বিতীয় স্থানে রয়েছে দার্জিলিং। একদিনে আক্রান্ত ৭৯। তৃতীয় স্থানে রয়েছেল উত্তরবঙ্গের জলপাইগুড়ি (৬১)। কলকাতা (৬০) রয়েছেন চতুর্থস্থানে। সবমিলিয়ে এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ১৯ হাজার ৫৯৯ জন। সোমবারের তুলনায় অনেকটাই কমেছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। বর্তমানে অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫০৯ জন। রাজ্যের পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১.৪৮ শতাংশ।

এদিকে এদিন রাজ্যে করোনায় মৃত্যুও কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। সর্বাধিক মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা ও হুগলি-তে। এদিন রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২১ জন। মৃত্যু হার হল ১.১৯ শতাংশ। সোমবারের তুলনায় সামান্য কমল রাজ্যের সুস্থতাও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৯৯২ জন। ফলে এ রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৮৯ হাজার ৬৯ জন। ফলে সুস্থতার হার দাঁড়াল ৯৭.৯৯ শতাংশ। এদিন রাজ্যে ৫০ হাজার ৭১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *