নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: সম্ভবত আগামী মাসেই দেশে আছড়ে পারে করোনার তৃতীয় ঢেউ,এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। করোনার তৃতীয় ঢেউ যে কতটা ভয়ঙ্কর রূপে আসতে চলেছে,তা গত কয়েকদিনের পরিসংখ্যানে স্পষ্ট। মঙ্গলবারের পরিসংখ্যানে যেখানে মৃতের সংখ্যা ছিল ৪০০-র নিচে, সেখানে আজ একলাফে দশগুণেরও বেশি বাড়ল সেই সংখ্যা।
বুধবারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ হাজার ১৫ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৩৯৯৮ জন। যে সংখ্যাটা গতকাল ছিল ৩৭৪। এনিয়ে দেশে মোট করোনার বলি হয়েছেন ৪ লক্ষ ১৮ হাজার ৪৮০ ।
India reports 42,015 new #COVID19 cases, 36,977 recoveries, and 3,998 deaths in the last 24 hours, as per the Union Health Ministry. Daily positivity rate at 2.27%, less than 3% for 30 consecutive days. pic.twitter.com/uDhIYgKOUn
— ANI (@ANI) July 21, 2021
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী একদিনে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৭৭ জন। এই পর্যন্ত দেশে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৩ লক্ষ ৯০ হাজার ৬৮৭ । বর্তমানে দেশের আক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৭ হাজার ১৭০ । সবমিলিয়ে মোট ভ্যাকসিন পেয়েছেন ৪১ কোটি ৫৪ লক্ষ ৭২ হাজার ৪৫৫ জন।