Corona Virus: একদিনে বেড়েছে সুস্থতার সংখ্যা, একইসাথে বেড়েছে আক্রান্তের সংখ্যাও

নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিন থেকে থমকে রয়েছে আক্রান্তের সংখ্যা। তবে আক্রান্তের সংখ্যা একই থাকলেও বেড়েছে করোনার সুস্থতার হার। বুধবারের নদীয়া জেলা স্বাস্থ্য দফতরের দেওয়া প্রেস বিবৃতি অনুযায়ী নদিয়ায় গত ২৪ ঘন্টায় NT-PCR ও RAT মিলিয়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১ জন। সংক্রমনের সংখ্যা বাড়লেও জেলার মৃতের সংখ্যা আজও অপরিবর্তিত। একদিনে জেলায় করোনায়  মৃতের সংখ্যা ২। এনিয়ে নদীয়া জেলায় মোট মৃতের সংখ্যা  ৯৪২।

গত ২৪ ঘন্টায় নদীয়া জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি-তে। একদিনে আক্রান্তের সংখ্যা ৮ জন। যেখানে গতকাল হরিনঘাটা মিউনিসিপ্যালিটি-তে একজনও করোনা আক্রান্ত হননি। এছাড়াও নদীয়া জেলার অন্যান্য ব্লকের করোনা আক্রান্তের সংখ্যা নিন্মে দেওয়া হল…

চাকদহ ব্লকে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

কল্যাণী মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

নবদ্বীপ ব্লকে নতুন করে আক্রান্ত- ২
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

নবদ্বীপ মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

নাকাশিপাড়া ব্লকে নতুন করে আক্রান্ত- ২
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

রানাঘাট ২ নং ব্লকে  নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ১

শান্তিপুর ব্লকে নতুন করে আক্রান্ত- ২
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

শান্তিপুর মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ৩
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

নদীয়া জেলা স্বাস্থ্য দফতরের দেওয়া প্রেস বিবৃতি অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১৫ জন। এদিকে অনেকটাই কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। এই মুহূর্তে যা দাঁড়িয়েছে ৫৯৫ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *