Corona Virus: মৃতের সংখ্যা কমলেও বেড়েছে দৈনিক সংক্রমন, সুস্থতার হার কমে একদিনে সুস্থ হয়েছেন ৮ জন

নিজস্ব প্রতিবেদন: বুধবারের তুলনায় বাড়লো করোনা সংক্রমনের গ্রাফ। বিশেষজ্ঞদের মতে করোনা বিধিনিষেধ ঠিকঠাক মানা না হলে করোনা পরিস্থিতি আবারও ভয়ংকর রূপ নিতে পারে  বৃহস্পতিবারের নদীয়া জেলা স্বাস্থ্য দফতরের দেওয়া প্রেস বিবৃতি অনুযায়ী নদিয়ায় গত ২৪ ঘন্টায় NT-PCR ও RAT মিলিয়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ জন। গতকাল সংখ্যাটা ছিল ২১। সংক্রমনের সংখ্যা বাড়লেও জেলার রাশ টানা গেছে মৃতের সংখ্যায়। একদিনে জেলায় করোনার কবলে পড়ে মারা গেছেন ১ জন। এনিয়ে নদীয়া জেলায় মোট মৃতের সংখ্যা  ৯৪৩।

গত ২৪ ঘন্টায় নদীয়া জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে কল্যাণী মিউনিসিপ্যালিটি-তে। একদিনে আক্রান্তের সংখ্যা ৬ জন। যেখানে গতকাল কল্যাণী মিউনিসিপ্যালিটি-তে আক্রান্তের সংখ্যা ছিল ১। এছাড়াও নদীয়া জেলার অন্যান্য ব্লকের করোনা আক্রান্তের সংখ্যা নিন্মে দেওয়া হল…

চাকদহ ব্লকে নতুন করে আক্রান্ত- ২
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ১

চাকদহ মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

কালীগঞ্জ ব্লকে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

নাকাশিপাড়া ব্লকে নতুন করে আক্রান্ত- ২
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ২

রানাঘাট ১ নং ব্লকে  নতুন করে আক্রান্ত- ৩
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

রানাঘাট ২ নং ব্লকে  নতুন করে আক্রান্ত- ৫
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ১

শান্তিপুর মিউনিসিপ্যালিটি-তে নতুন করে আক্রান্ত- ১
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ৩

তেহট্ট ১ নং  ব্লকে নতুন করে আক্রান্ত- ৫
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

তেহট্ট ২ নং  ব্লকে নতুন করে আক্রান্ত- ২
গতকাল আক্রান্তের সংখ্যা ছিল- ০

গতকালের তুলনায় গত ২৪ ঘন্টায় কমেছে সুস্থতার সংখ্যা। নদীয়া জেলা স্বাস্থ্য দফতরের দেওয়া প্রেস বিবৃতি অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮ জন। যেখানে বুধবার সুস্থতার সংখ্যা  ছিল ১৫। স্বস্তি ফিরিয়ে কমছে সক্রিয় রোগীর সংখ্যা।অনেকটাই কমে বর্তমানে  সক্রিয় রোগীর সংখ্যা  দাঁড়িয়েছে ৫৭৬ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *