নদীয়া নিউজ ২৪ ডিজিটাল:দেশে কমলো করোনায়(Corona Virus) মৃতের সংখ্যা। গত দুদিনে নিম্নমুখী দৈনিক সংক্রমনও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ১১১ জন। যা শুক্রবারের থেকে ৫ শতাংশ কম। এনিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৫ লক্ষ ২ হাজার ৩৬২ জন।
India reports 44,111 new #COVID19 cases, 57,477 recoveries, and 738 deaths in the last 24 hours, as per the Union Health Ministry.
— ANI (@ANI) July 3, 2021
Total cases: 3,05,02,362
Total recoveries: 2,96,05,779
Active cases: 4,95,533
Death toll: 4,01,050
Total Vaccination: 34,46,11,291 pic.twitter.com/Gm7PcjWXSm
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গতকালের তুলনায় ২৪ ঘন্টায় কমেছে মৃতের সংখ্যাও। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭৩৮ জন। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ১ হাজার ৫০ জন।
গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৪৭৭ জন। এনিয়ে দেশে মোট সুস্থতার সংখ্যা পৌঁছল ২ কোটি ৯৬ লক্ষ ৫ হাজার ৭৭৯ জন। দেশে মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩৪ কোটি ৪৬ লক্ষ ১১ হাজার ২৯১ জনকে।