নিজস্ব প্রতিবেদন: সোমবার আরোও কমলো জেলার দৈনিক করোনা(Corona Virus) আক্রান্তের সংখ্যা। শনিবারের নদীয়া জেলা স্বাস্থ্য দফতরের দেওয়া প্রেস বিবৃতি অনুযায়ী নদিয়ায় গত ২৪ ঘন্টায় NT-PCR ও RAT মিলিয়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ জন। গতকাল জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৩। একদিনে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। যেখানে রবিবারের পরিসংখ্যান অনুযায়ী করোনায় প্রাণ হারিয়েছিলেন ৫ জন। এনিয়ে নদীয়া জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৮৮৭ জন।
গত ২৪ ঘন্টায় নদীয়া জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছেন চাকদা ব্লকে। চাকদা ব্লকে একদিনে আক্রান্ত হয়েছেন ৫ জন। এছাড়াও নদীয়া জেলার চাকদহ মিউনিসিপ্যালিটি-তে ২ জন, চাপড়া ব্লকে ১ জন,গয়েশপুর মিউনিসিপ্যালিটি-তে ১ জন, কালীগঞ্জ ব্লকে ১ জন, কল্যাণী মিউনিসিপ্যালিটি-তে ২ জন, কৃষ্ণনগর ১ নং ব্লকে ১ জন, কৃষ্ণনগর ২ নং ব্লকে ১ জন, নবদ্বীপ ব্লকে ২ জন, নাকাশিপাড়া ব্লকে ৩ জন, রানাঘাট ১নম্বর ব্লকে ৩ জন ,রানাঘাট ২ নম্বর ব্লকে ৩ জন, শান্তিপুর ব্লকে ৩ জন ও শান্তিপুর মিউনিসিপ্যালিটি-তে ২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪ জন। তবে বেড়েছে জেলার অ্যাক্টিভ কেসের সংখ্যা। গতকালের তুলনায় বেড়ে জেলায় বর্তমান অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮০১ ।