India Corona Update: দীর্ঘ ১১১ দিনে দৈনিক সংক্রমন সর্বনিম্ন, আক্রান্ত ৩৫ হাজারের নীচে

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: আগস্ট-নভেম্বর মাসেই আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ। একটি সমীক্ষা তে এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। তৃতীয় ঢেউ আসার আগে ক্রমশ সুস্থতার পথে এগোচ্ছে দেশ। ৪ মাসে সর্বনিম্ন দৈনিক সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন। যা দীর্ঘ ১১১ দিনের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমন। জুলাই মাসের শুরু থেকেই দৈনিক সংক্রমন নামতে শুরু করে। যেখানে গত দুই সপ্তাহ আগে করোনার দৈনিক সংক্রমন ছিল ৫০ হাজারের উপরে সেখানে বর্তমানে দৈনিক সংক্রমন এসে দাঁড়িয়েছে ৩৫ হাজারের নীচে। এনিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ৬ লক্ষ ১৯ হাজার ৯৩২ জন।

এদিনের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনার কবলে প্রাণ হারিয়েছেন ৫৫৩ জন। যা গত কিছুদিনের তুলনায় অনেকটাই কম। একইসঙ্গে বেড়েছে সুস্থতার হারও। এই মুহূর্তে দেশের সুস্থতার হার ৯৭.১৭ শতাংশ। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৩৫৭। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫১ হাজার ৮৬৪ জন।

এদিকে করোনাকে হারিয়ে সুস্থতার পথে বাংলা। সোমবারের স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ বাংলায় করোনা আক্রান্ত  হয়েছেন ৮৮৫ জন। সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও। একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। করোনাকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৩০ জন। রবিবারও বাংলায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ১২৯৭ জন। তবে সংক্রমন কমলেও চিন্তায় রাখছে করোনার তৃতীয় ঢেউ।

এই পর্যন্ত দেশে মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩৫ কোটি ৭৫ লক্ষ ৫৩ হাজার ৬১২ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *