নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিন থেকেই জেলার করোনা সংক্রমণের সংখাটা ৪০ এর মধ্যে। কিছুদিন ধরে অ্যাক্টিভ কেসের সংখ্যাটাও নিম্নমুখী থাকার পর ,আজ অসস্তি বাড়িয়ে আবার খানিকটা বাড়লো। বৃহস্পতিবার নদীয়া জেলা স্বাস্থ্য দফতরের দেওয়া প্রেস বিবৃতি অনুযায়ী নদিয়ায় গত ২৪ ঘন্টায় NT-PCR ও RAT মিলিয়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ জন। যেখানে গতকাল জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৫। গত ২৪ ঘন্টায় জেলায় করোনার কোনো মৃত্যুর খবর নেই। যেখানে বুধবারের পরিসংখ্যান অনুযায়ী করোনায় প্রাণ হারিয়েছিলেন ২ জন। এনিয়ে এখনও পর্যন্ত জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়ে ৮৯১।
গত ২৪ ঘন্টায় নদীয়া জেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছেন নবদ্বীপ মিউনিসিপ্যালিটি-তে। নবদ্বীপ মিউনিসিপ্যালিটি-তে একদিনে আক্রান্তের সংখ্যা ৫ জন। জেলায় করোনা আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে হাঁসখালী ও শান্তিপুর ব্লক। এই দুই জায়গাতেই গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪ জন। এছাড়াও নদীয়া জেলার চাকদহ ব্লকে ২ জন, চাপড়া ব্লকে ২ জন,গয়েশপুর মিউনিসিপ্যালিটি-তে১ জন, কালীগঞ্জ ব্লকে ১ জন, করিমপুর ২ নং ব্লকে ২ জন, কৃষ্ণগঞ্জ ব্লকে ১ জন, কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি-তে ১ জন, কৃষ্ণনগর ২ নং ব্লকে ১ জন, নবদ্বীপ ব্লকে ১ জন, নাকাশিপাড়া ব্লকে ২ জন, রানাঘাট ১ নং ব্লকে ২ জন ও তেহট্ট ১ নং ব্লকে ১ জন।
নদীয়া জেলা স্বাস্থ্য দফতরের দেওয়া প্রেস বিবৃতি অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪ জন। গতকালের তুলনায় বেড়েছে অ্যাক্টিভ কেসের সংখ্যা। জেলায় বর্তমান অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ ।