নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: পরপর তিনদিন ঊর্ধমুখী রাজ্যের দৈনিক সংক্রমনের সংখ্যা। গতকালের তুলনায় গত ২৪ ঘন্টায় টেস্টের সংখ্যা বেশি হওয়ায় সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮ হাজার ২১৮। এদিকে একদিনে ১৭ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ১৭ হাজার ৮৬৭ জনের। রাজ্যে মৃত্যুহার রয়েছে ১.১৮ শতাংশ। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ১৬ হাজার ১৪৩ জন। গত ২৪ ঘণ্টায় ৫১২ জন সক্রিয় রোগী কমেছে রাজ্যে। রাজ্যে সুস্থতার হার রয়েছে ৯৭.৭৫ শতাংশ।
রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯০ জন। এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লক্ষ ৭৫ হাজার ২০৮ জন। রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে পশ্চিম মেদিনীপুর। গত ২৪ ঘন্টায় ওই জেলায় নতুন করে আরও ৯৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। উত্তর ২৪ পরগনায় ৯৩ জন ও কলকাতায় ৮৭ জনের শরীরে মারণ ভাইরাস ধরা পড়েছে।
পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেই নিজের গতিতে কমছে সংক্রমণ। কোথাও সেই গতি খুবই দ্রুত, কোথাও এক্কেবারেই কম। তবুও স্বস্তির বিষয় হল গত ২৪ ঘণ্টায় রাজ্যের কোনো জেলাতেই সংক্রমণ একশো অতিক্রম করেনি। একনজরে দেখে নিন জেলার পরিসংখ্যান…..
১) আলিপুরদুয়ার
নতুন করে আক্রান্ত –২৫
সুস্থ হলেন – ২৭
২) কোচবিহার
নতুন করে আক্রান্ত –৬৫
সুস্থ হলেন –৯৩
৩) দার্জিলিং
নতুন করে আক্রান্ত –৮৮
সুস্থ হলেন – ১১৩
৪) কালিম্পং
নতুন করে আক্রান্ত –১৫
সুস্থ হলেন –১৭
৫) জলপাইগুড়ি
নতুন করে আক্রান্ত –৫৫
সুস্থ হলেন –৮১
৬) উত্তর দিনাজপুর
নতুন করে আক্রান্ত –২২
সুস্থ হলেন – ২১
৭) দক্ষিণ দিনাজপুর
নতুন করে আক্রান্ত -৮
সুস্থ হলেন – ১৮
৮) মালদহ
নতুন করে আক্রান্ত -৪
সুস্থ হলেন –৯
৯) মুর্শিদাবাদ
নতুন করে আক্রান্ত –৬
সুস্থ হলেন –১০
১০) নদিয়া
নতুন করে আক্রান্ত –৫৬
সুস্থ হলেন – ৭৩
১১) বীরভূম
নতুন করে আক্রান্ত –৯
সুস্থ হলেন –১৬
১২) পশ্চিম বর্ধমান
নতুন করে আক্রান্ত –২৯
সুস্থ হলেন –৩৫
১৩) পূর্ব বর্ধমান
নতুন করে আক্রান্ত –২৯
সুস্থ হলেন – ৪৬
১৪) বাঁকুড়া
নতুন করে আক্রান্ত – ৩৭
সুস্থ হলেন – ৫৩
১৫) পুরুলিয়া
নতুন করে আক্রান্ত –১
সুস্থ হলেন –৫
১৬) পূর্ব মেদিনীপুর
নতুন করে আক্রান্ত – ৬৬
সুস্থ হলেন – ১৩০
১৭) পশ্চিম মেদিনীপুর
নতুন করে আক্রান্ত –৯৮
সুস্থ হলেন – ১২৬
১৮) ঝাড়গ্রাম
নতুন করে আক্রান্ত –৩৯
সুস্থ হলেন –৩৯
১৯) দক্ষিণ ২৪ পরগণা
নতুন করে আক্রান্ত –৪৭
সুস্থ হলেন –৮৬
২০) হুগলি
নতুন করে আক্রান্ত – ৫৩
সুস্থ হলেন -৮৫
২১) হাওড়া
নতুন করে আক্রান্ত –৬৩
সুস্থ হলেন –৮৫