নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: এখনও কাটেনি উৎসব মুখর পরিবেশ। এরই মাঝে ফের একবার ১৪ শতাংশ বাড়লো দেশের করোনা সংক্রমন। তবে স্বস্তি ফরিয়ে কমেছে দৈনিক মৃতের হার। একইসাথে গতকালের তুলনায় আরও খানিকটা কমলো সক্রিয় রোগীর সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৯১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। একদিনে দেশে মৃতের সংখ্যা অবশ্য সামান্য কমেছে। রিপোর্ট অনুযায়ী, মারণ ভাইরাসে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৪০ জন। দেশে এখনও অবধি করোনার বলি ৪ লক্ষ ৬২ হাজার ১৮৯ জন। একদিনে ১৩ হাজার ৮৭৮ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ। যা মার্চ থেকে এখনও পর্যন্ত সর্বোচ্চ।
স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ৫৫৬ জন। যা গত ২৬৬ দিনে সর্বনিম্ন। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন ৫৭ লক্ষের বেশি মানুষ। এখনও পর্যন্ত গোটা দেশে টিকা দেওয়া হয়েছে ১১০ কোটি ২৩ লক্ষ ৩৪ হাজার ২২৫ ডোজ।
বুধবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Bulletin) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮৫৩। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা কোপে প্রাণ হারিয়েছেন ১৫ জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৬৭ জনের। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৮০৯ জন।