Corona Virus: ২০২০ মার্চের পর এই প্রথম সুস্থতার হার ৯৮.২৬ শতাংশ, একদিনে মৃত ২৮৫

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: উৎসব মুখর মরশুমে প্রতিনিয়তই ওঠানামা করছে দেশের করোনা গ্রাফ। পুজোর মধ্যে দৈনিক সংক্রমন কিছুটা বাড়লেও ফের একবার অনেকটাই কমলো দৈনিক সংক্রমন। একইসাথে গতকালের থেকে অনেকটাই কমলো দেশের করোনায় দৈনিক মৃতের সংখ্যাও।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে মোট ১১ হাজার ২৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে খানিকটা কম। সারা দেশে আক্রান্তের প্রায় অর্ধেক আক্রান্ত হয়েছে কেরলে। একদিনে আক্রান্ত প্রায় ৬ হাজারের বেশি। ফলে এনিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ৪৪ লক্ষ ৩৭ হাজার ৩০৭ জন।

গত ২৪ ঘন্টায় দেশে করোনার কবলে পড়ে মারা গেছেন ২৮৫ জন। যা গতকালের থেকে অনেকটাই কম। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬৩ হাজার ৫৩০ জন।

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৩৫ হাজার ৯১৮ জন। গত বছর মার্চ মাসের এই প্রথম এতটা কম অ্যাকটিভ কেস। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৮ লক্ষ ২৭ হাজার ৮৫৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ৩৭৬ জন। ২০২০ মার্চের পর এই প্রথম সুস্থতার হার ৯৮.২৬ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে মোট ১১২ কোটি ১ লক্ষ ৩ হাজার ২২৫ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন দেওয়া হয়েছে ৫৭ লক্ষের বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *