Corona Virus: ২০২০ সালের মার্চ মাসের পর থেকে সর্বোচ্চ সুস্থতার হার, অনেকটাই বেড়েছে দৈনিক সংক্রমন

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: অবশেষে চিন্তা বাড়িয়ে ফের একবার বাড়ল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে স্বস্তির খবর শোনাচ্ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২০ মাসের মধ্যে সর্বনিম্ন দেশের সক্রিয় রোগীর সংখ্যা। এমনকি ২০২০ সালের মার্চ মাসের পর থেকে সর্বোচ্চ সুস্থতার হার।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯১৯ । যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। একদিনে করোনার কবলে পড়ে মারা গেছেন ৪৭০ জন। এখনও পর্যন্ত দেশজুড়ে করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৪ লক্ষ ৬৪ হাজার ৬২৩ জন। দেশে এখনও আক্রান্তের নিরিখে এগিয়ে কেরল।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে দেশের অ্যাকটিভ কেস মোট আক্রান্তের ০.৩৭ শতাংশ। যা কিনা ২০২০ সালের মার্চ মাসের পর সর্বনিম্ন। এখনও পর্যন্ত করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৮ লক্ষ ৮৫ হাজার ১৩২ জন। যার মধ্যে গত একদিনে সুস্থ হয়েছেন ১১ হাজার ২৪২ জন।

দেশে এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন ১১৪ কোটি ৪৬ লক্ষ ৩২ হাজার ৮৫১ জন। এর মধ্যে গতকালই টিকা দেওয়া হয়েছে ৭৩ লক্ষের বেশি মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *