Corona Virus: টানা ২০ মাসের মধ্যে সুস্থতার হার সর্বোচ্চ, তবে ফের একবার বাড়লো দৈনিক সংক্রমন

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ফের একবার বাড়লো দেশের করোনা সংক্রমনের গ্রাফ। তবে টানা ২০ মাসের মধ্যে সুস্থতার হার দাঁড়ালো সর্বোচ্চ। বর্তমানে দেশে করোনার সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনার আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৪৫১। একইসাথে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬৬ জনের। এনিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ৫৭ জনের। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৭৮ হাজার ৪৩৮ জন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৬৩ হাজার ১০৪ জন। যার মধ্যে গত একদিনে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২০৪ জন।

এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা (Active cases) রোগীর সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৮২৬, যা গত ২৬২ দিনের মধ্যে সর্বনিম্ন বলে জানাচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান। তবে সুস্থতার হার বাড়লেও, দৈনিক সংক্রমণের হারবৃদ্ধি খানিকটা চিন্তায় রাখছে স্বাস্থ্যমহলকে। রবিবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০,৮৫৩ জন। আর সোমবার তা ১১ হাজারের বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *