নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: করোনা থেকে ক্রমশ সুস্থতার পথে দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গতকালের তুলনায় আজ অনেকটাই কমলো সংক্রমন। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১০,১২৬ জন। যা সোমবারের তুলনায় ১১ শতাংশ কম। তবে উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসের বলি ৩৩২ জন, যা সোমবারের তুলনায় অনেকটাই বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের তথ্য বলছে, দেশে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগী ১ লক্ষ ৪০ হাজার ৫৩৮ জন। এই সংখ্যা গত ২৬৩ দিনের মধ্যে সবচেয়ে কম। গত ২৪ ঘণ্টায় মহামারীর কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ১১ হাজার ৯৮২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৭৫ হাজার ৮৬ জন। আর এখনও পর্যন্ত দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬১ হাজার ৩৮১ জনের।
ইতিমধ্যেই ১০৯ কোটিরও বেশি মানুষ পেয়েছেন টিকা। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৯ লক্ষ ৮ হাজার ৪৪০ জন ভ্যাকসিন পেয়েছেন।