Corona Virus: উৎসবের মরশুমে দেশজুড়ে কমলো করোনার প্রকোপ, তবে বেড়েছে মৃতের সংখ্যা

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: উৎসবের মরশুমে সেভাবে বাড়ল না করোনা সংক্রমন। সারা দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে গা ভাসিয়েছেন আপামর জনগন। বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্যে দুর্গাপূজাতে ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে পুজোর চারদিনই স্বস্তিতে ছিল দৈনিক সংক্রমনের সংখ্যা। সে মতোই দশমীর দিনও স্বস্তির খবর শোনালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

শুক্রবার সকালের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৬ হাজার ৮৬২ জন। এর ফলে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৪০ লক্ষ ৩৭ হাজার ৫৯২ জন। এদিকে দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৭৯ জন। তবে এই সংখ্যাটা আগের দিনের কিছুটা বেশি। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৫১ হাজার ৪১৪ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৩ লক্ষ ৮২ হাজার ১০০ জন করোনামুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৩৯১ জন।

বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৬৭৮ জন। বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ৫৮ কোটি ৮৮ লক্ষ ৪৪ হাজার ৬৭৩ টি নমুনা পরীক্ষা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট ৯৭ কোটি ১৪ লক্ষ ৩৮ হাজার ৫৫৩ জন করোনার টিকা পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *