Corona Update in India: ২২৭ দিন পর সর্বনিম্ন দেশের সক্রিয় রোগীর সংখ্যা, কমেছে দৈনিক সংক্রমন

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: সংকট কাটিয়ে ফের নিম্নমুখী দেশের করোনা গ্রাফ। উৎসব মুখর মরশুমে বড়সড় স্বস্তি ফিরেছে করোনার সক্রিয় রোগীর সংখ্যাতেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া মঙ্গলবারের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৮ জন। যা গতকালের তুলনায় কম। একদিনে প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। এদিকে ২২৭ দিন পর সর্বনিম্ন দেশের করোনার সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪৭০ জন। আক্রান্তের থেকে সক্রিয় রোগীর সংখ্যা বেশি,যা দেখে স্পষ্ট ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছে দেশ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪০ লক্ষ ৯৪ হাজার ৩৭৩। মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লক্ষ ৫৮ হাজার ৮০১ জন। এনিয়ে সবমিলিয়ে মোট মারা গেছেন ৪ লক্ষ ৫২ হাজার ৪৫৪ জন।

ইতিমধ্যে ৯৮ কোটির বেশি মানুষ করোনা ভ্যাকসিন (Corona vaccine) পেয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত টিকাপ্রাপকের সংখ্যা ৯৮, ৬৭,৬৯,৪১১।  এর পাশাপাশি তৃতীয় ঢেউ নিয়ে স্বস্তির খবর শুনিয়েছেন বিশেষজ্ঞরা। বলা হচ্ছে, অক্টোবর-নভেম্বর নাগাদ ফের শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আশঙ্কা ছিল করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ের। কিন্তু সেই আশঙ্কা ক্রমশই কমছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *