CoronaVirus: গত দুইদিনে ৫০০-র উপরে করোনায় দৈনিক মৃতের সংখ্যা, রাজ্যগুলিকে উৎসবে লাগাম টানার নির্দেশ কেন্দ্রের

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: উৎসবের আমেজ কাটতে না কাটতেই নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে মারণ করোনা ভাইরাস। দিওয়ালির আগে ফের ভয় ধরাচ্ছে বিভিন্ন রাজ্যের কোভিড গ্রাফ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৯০৬ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য কম। এদিকে গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৫৬১ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৫৪ হাজার ২৬৯ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৫৯৪ জন।

পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৫ লক্ষ ৪৮ হাজার ৬০৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৬ হাজার ৪৭৯ জন। 

এখনও পর্যন্ত দেশে মোট ১০২ কোটি ১০ লক্ষ ৪৩ হাজার ২৫৮ জন করোনার টিকা পেয়েছেন। এর মধ্যে গতকালই ভ্যাকসিন দেওয়া হয়েছে ৭৭ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১৩ লক্ষ ৪০ হাজার ১৫৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। 

মহারাষ্ট্র, কেরলের মতো রাজ্যে কোনওমতেই বাগে আনা যাচ্ছে না করোনাকে। উৎসবের মরশুমে বাংলাতেও বেড়েছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে এবার চিঠি দিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উৎসবে লাগাম টানার নির্দেশ দিল মোদি সরকার।

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ চিঠি দিয়ে বলা বলেন, যে সমস্ত এলাকা কনটেনমেন্ট জোনের আওতায় পড়ে এবং যে জেলাগুলিতে সংক্রমণের হার ৫ শতাংশের বেশি, সেখানে কোনও জমায়েত করা যাবে না। উৎসবের জন্য মানুষ ভিড় জমালে দূরত্ববিধি-সহ কোভিডের সমস্ত নিয়ম পালন করা হচ্ছে কি না, তা নজরে রাখতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *