Corona Virus in India: গত কয়েকদিনে সর্বনিম্ন দেশের দৈনিক করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: টিকাকরনের সংখ্যা ১০০ কোটি পার করার পর থেকেই লাগাতার নিম্নমুখী দেশের করোনার দৈনিক সংক্রমন। বিগত কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমনের সংখ্যা ১৫ হাজারের আশেপাশে ঘোরাঘুরি করলেও একধাক্কায় তা আজ অনেকটাই কমে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪২৮ জন। যা গত কয়েকদিনে সর্বনিম্ন। একইসাথে গত ২৪ ঘন্টায় দেশে করোনার কবলে পড়ে মারা গেছেন ৩৫৬ জন। এই সংখ্যাটাও গত কয়েকদিনের তুলনায় সর্বনিম্ন। এনিয়ে দেশে মোট করোনা আক্রান্ত মারা গেছেন ৪ লক্ষ ৫৫ হাজার ৬৮ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত দেশজুড়ে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার ৩১৮ জন। যার মধ্যে গত একদিনে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৫১ জন। সংখ্যাটা দৈনিক আক্রান্তের তুলনায় অনেকটাই বেশি।

দৈনিক সংক্রমন ও মৃত্যুর পাশাপাশি গত ২৪ ঘন্টায় স্বস্তি ফিরেছে করোনার সক্রিয় রোগীর সংখ্যাতেও। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮১৬ জন।

স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে গত ২৫ অক্টোবর পর্যন্ত মোট ৬০ কোটি ১৯ লক্ষ ১ হাজার ৫৪৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৩১ হাজার ৮২৬ জন।

তবে গত দেশে সংক্রমন কমলেও শীর্ষে এখনও কেরল। গত ২৪ ঘন্টায় কেরলে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৬৬৪ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৮১ জনের।

দেশজুড়ে সংক্রমন কমলেও বাংলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। সোমবার বিকেলের দেওয়া রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮০৫ জন। মৃত্যু হয়েছে ১১ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *