Corona Virus: দীর্ঘ দেড় বছর পর সর্বনিম্ন দেশের করোনা সক্রিয় রোগীর সংখ্যা, কমেছে মৃতের সংখ্যাও

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ফের কমলো করোনায় দৈনিক সংক্রমন ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় একধাক্কায় দৈনিক মৃত্যু কমলো ৩০ শতাংশের বেশি। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, করোনা অ্যাকটিভ কেস গত বছরের মার্চ মাস থেকে এই হারই সর্বনিম্ন। এই মুহূর্তে তা ০.৪৭ শতাংশ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া শনিবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। একইসাথে মৃত্যু হয়েছে ৫৪৯ জনের। এখনও মোট আক্রান্ত ৩ কোটি ৪২ লক্ষ ৬০ হাজার ৪৭০ জন। মৃতের সংখ্যা পেরিয়েছে ৪ লক্ষ ৫৭ হাজার।

বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৫৫৫ জন। এরই মধ্যে দেশজুড়ে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৪১ হাজার ১৭৫ জন।  
যার মধ্যে একদিনে ১৩ হাজার ৫৪৩ জন সুস্থ হয়েছেন।

এদিকে শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯৮২ জন। একদিনে মৃত্যু হয়েছে ৮ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *