নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ফের কমেছে দেশের কোভিড গ্রাফ। গতকালের থেকে দৈনিক সংক্রমণ কমেছে ১১ শতাংশ, যা কিছুটা হলেও স্বস্তির কারণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৪৮ জন। একইসাথে একদিনে করোনার কবলে পড়ে মারা গেছেন ৮০৫ জন। যা দিওয়ালির আগে নতুন করে চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের। যদিও স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কেরল সরকার করোনা মৃত্যুর পরিসংখ্যান সংশোধন করার জেরেই এভাবে দৈনিক মৃতের সংখ্যাটা বাড়ছে। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৪৬ হাজার ১৫৭ জন। মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫৭ হাজার ১৯১ জন।
India reports 14,348 new #COVID19 cases, 13,198 recoveries and 805 deaths in last 24 hours as per the Union Health Ministry
— ANI (@ANI) October 29, 2021
Case tally: 3,42,46,157
Active cases: 1,61,334
Total recoveries: 3,36,27,632
Death toll: 4,57,191
Total Vaccination: 1,04,82,00,966 pic.twitter.com/GaNbrpzUSz
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৬১ হাজার ৩৩৪ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনাকে হারিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৬৩২ জন। যার মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ১৯৮ জন।
এদিকে করোনার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য টিকাকরণে জোর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই দেশের ১০০ কোটি মানুষ টিকা পেয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনা টিকা পেয়েছেন ১০০ কোটি ৪ লাখ ৮২ হাজার ৯৬৬ জন।
উদ্বেগজনক ভাবে সংক্রমন বৃদ্ধির ফলে করোনা সংক্রান্ত বিধি নিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এদিকে পুজোর পর কলকাতা তথা বাংলায় বাড়ছে সংক্রমণ। ক্রমবর্ধমান সংক্রমণ নিয়ন্ত্রণ করতে কলকাতায় নতুন করে আটটি কন্টেনমেন্ট জোন খোলা হয়েছে।