Wb Corona Virus: ১৪ অগাস্টের পর করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু রাজ্যে, দৈনিক সংক্রমণে তৃতীয় স্থানে নদীয়া

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ফের ঊর্ধমুখী রাজ্যের করোনা সংক্রমন। পরপর তিনদিন ৭০০-র উত্তরে রাজ্যে দৈনিক সংক্রমন সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা থাবা বসিয়েছে রাজ্যে ৭৫৩ জনের শরীরে। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনার বলি রাজ্যের ১৪ জন। সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ।

এদিন রাজ্যে করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ১৪ জনের। যার মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়েছে কলকাতায়। ৩ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। আলিপুরদুয়ারে এদিন করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। যার ফলে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০০। রাজ্যে করোনায় মোট মৃত্যু ১৮,৫৫৩।

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে নদিয়া। একদিনে সেখানকার ৫৮ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৫৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৮৫ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৫৫,৪০৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *