নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ফের ঊর্ধমুখী রাজ্যের করোনা সংক্রমন। পরপর তিনদিন ৭০০-র উত্তরে রাজ্যে দৈনিক সংক্রমন সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা থাবা বসিয়েছে রাজ্যে ৭৫৩ জনের শরীরে। যা আগের দিনের তুলনায় সামান্য বেশি। বেড়েছে মৃত্যুও। একদিনে করোনার বলি রাজ্যের ১৪ জন। সুস্থতার হার ৯৮.২৮ শতাংশ।
West Bengal reports 753 new #COVID19 cases, 766 discharges and 14 deaths in the last 24 hours.
— ANI (@ANI) September 10, 2021
Total cases 15,55,405
Total recoveries 15,28,633
Death toll 18,553
Active cases 8,219 pic.twitter.com/NNuLy6T9u4
এদিন রাজ্যে করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ১৪ জনের। যার মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়েছে কলকাতায়। ৩ জনের মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। আলিপুরদুয়ারে এদিন করোনায় মৃত্যু হয়েছে ১ জনের। যার ফলে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০০। রাজ্যে করোনায় মোট মৃত্যু ১৮,৫৫৩।
দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে নদিয়া। একদিনে সেখানকার ৫৮ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৫৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কম বেশি রাজ্যের বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। একদিনে পজিটিভিটি রেট ১.৮৫ শতাংশ। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৫৫,৪০৫।