নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: সেপ্টেম্বর-অক্টোবরেই দেশজুড়ে আছড়ে পড়তে পারে করোনার (COVID-19) তৃতীয় ঢেউ। একলাফে অনেকটা কমল সংক্রমণ। যা খানিকটা হলেও স্বস্তি ফিরিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৫৯১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৯২১ জন।
India reports 28,591 new #COVID19 cases, 34,848 recoveries, and 338 deaths in last 24 hours, as per Health Ministry.
— ANI (@ANI) September 12, 2021
Total cases: 3,32,36,921
Active cases: 3,84,921
Total recoveries: 3,24,09,345
Death toll: 4,42,655
Total vaccination: 73,82,07,378 (72,86,883 in last 24 hours) pic.twitter.com/6JoT6wJkPC
একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৩৮ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই বেশি। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪২ হাজার ৬৫৫ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ৮৪ হাজার ৯২১। সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন তিন কোটি ২৪ লাখ ন’ হাজার ৩৪৫ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৮৪৮ জন।
৭৩ কোটি ৮৩ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭২ লক্ষের বেশি নাগরিক। তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৫ লক্ষ ৩০ হাজার ১২৫টি নমুনা পরীক্ষা হয়েছে।