Corona Virus: ফের বাড়লো দেশের দৈনিক করোনা সংক্রমন, বিশ্বে টিকাকরনে প্রথমে ভারত

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: সেপ্টেম্বর অক্টোবরে দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। এরই মাঝে ফের ঊর্ধমুখী দেশের কোভিড গ্রাফ। শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ হাজার ৬৬২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় ৩.৬৫ শতাংশ বেশি। এনিয়ে সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৩৯০ জন।

এদিকে একদিনে করোনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ২৮১ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি হয়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ৫২৯ জন।

বর্তমানে দেশে মত সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৬৩৯ জন। এদিকে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৩২ হাজার ২২২ জন। যার মধ্যে গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়েছেন ৩৩ হাজার ৭৯৮ জন।

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে চীনকে পেছনে ফেলে টিকাকরনে বিশ্বরেকর্ড করলো ভারত। একদিনে ভ্যাকসিন পেলেন আড়াই কোটির বেশি মানুষ। সংবাদসংস্থা সূত্রে খবর, প্রতি সেকেন্ডে ৪৬৬ ডোজ টিকা প্রদান হয়েছে বিগত ২৪ ঘন্টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *