নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ফের একবার স্বস্তি ফিরল দেশের কোভিড গ্রাফে। একলাফে অনেকটাই কমলো দৈনিক করোনা সংক্রমন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ,গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন দেশের ২৬,১১৫ জন। যা গত কয়েকদিনের তুলনায় সর্বনিম্ন। এনিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৪ হাজার ৫৩৪ জন।
India reports 26,115 new #COVID19 cases, 252 deaths & 34,469 recoveries in last 24 hrs, says Health Ministry
— ANI (@ANI) September 21, 2021
Total Cases: 3,35,04,534
Total Active cases: 3,09,575
Total Recoveries: 3,27,49,574
Total Death toll: 4,45,385
Total vaccination: 81,85,13,827 (96,46,778 in 24 hrs) pic.twitter.com/CzL8Ugj7lq
স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনার কবলে পড়ে মারা গেছেন ২৫২ জন। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ২৯৫। এপর্যন্ত দেশে মোট করোনার বলি হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ৩৮৫ জন। এদিনের পরিসংখ্যান অনুযায়ী, সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩৪,৪৬৯। এর ফলে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৮,৬০৬ কমল। সোমবারও যা ছিল ৩ লক্ষ ১৮ হাজারের বেশি, মঙ্গলবার তা নেমে এল ৩ লক্ষ ৯ হাজারে।
এখনও পর্যন্ত দেশে মোট ৮১ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৮২৭ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘন্টায় ভ্যাকসিন দেওয়া হয়েছে ৯৬ লাখ ৪৬ হাজার ৭৭৮ জনকে।