নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দেশে কমলেও রাজ্যে সামান্য বাড়লো করোনার দৈনিক সংক্রমন। একইসাথে বেড়েছে দৈনিক মৃত্যুও। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন।

এদিকে একদিনে রাজ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের। মৃত্যুশূন্য রাজ্যের ১৫ টি জেলা। কোভিড-19-কে হারিয়ে একদিনে সুস্থ হয়েছেন ৫৯২ জন। অর্থাৎ দৈনিক করোনাজয়ীর সংখ্যা দৈনিক সংক্রমিতের চেয়ে বেশি।

পুজোর আগে কয়েকটি জেলার করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগে প্রশাসন। করোনা রুখতে ইতিমধ্যেই হাওড়া পুর এলাকায় ১৪টি জায়গায় Micro Containment Zone হিসেবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবারের রিপোর্ট বলছে, গত ২৪ ঘন্টায় রাজ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে কলকাতায়। পুজোর আগে যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের। একদিনে তিলোত্তমায় আক্রান্তের সংখ্যা ১০৮ জন। তবে কলকাতা ছাড়া অন্য কোনো জেলায় ১০০ ছাড়ায়নি আক্রান্তের সংখ্যা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (৯৮)। নদিয়াতে আক্রান্ত ৩২ জন।
সর্বোচ্চ মৃত্যুর সাক্ষী রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ জনের। কলকাতায় ৩, দক্ষিণ ২৪ পরগনায় ২, নদিয়া- হাওড়া-হুগলি-পূর্ব বর্ধমান-পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে। ফলে এ রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৬৭৮ জন।