নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ফের ঊর্ধমুখী দেশের করোনা সংক্রমন। করোনা গ্রাফ ওঠানামার মাঝে বৃহস্পতিবার ফের একবার ৩১ হাজার পার করলো দৈনিক সংক্রমন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজার ৯৯৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটা বেশি। দৈনিক আক্রান্তের নিরিখে এগিয়ে কেরালা। মোট আক্রান্তের অর্ধেকের বেশিই আক্রান্ত কেরলের। এদিকে গত ২৪ ঘন্টায় করোনার কবলে পড়ে মারা গেছেন ২৮২ জন। এনিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪৬ হাজার ৫০ ।
India reports 31,923 new COVID cases, 31,990 recoveries, and 282 deaths in the last 24 hours
— ANI (@ANI) September 23, 2021
Active cases: 3,01,604 (lowest in 187 days)
Total recoveries: 3,28,15,731
Death toll: 4,46,050
Total vaccination: 83,39,90,049 ( 71,38,205 in last 24 hrs) pic.twitter.com/eCElnIriHl
সংক্রমন বাড়লেও স্বস্তির খবর শোনাচ্ছে সক্রিয় রোগীর সংখ্যায়। ১৮৭ দিনে সর্বনিম্ন দেশের সক্রিয় রোগীর সংখ্যা। মহামারী শুরুর দিন থেকে এদিন অবধি সুস্থ হয়েছেন তিন কোটি ২৮ লাখ ১৫ হাজার ৭৩১ জন। যার মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩১ হাজার ৯৯০ জন।
এপর্যন্ত ৮৩ কোটি ৩৯ লক্ষেরও বেশি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭১ লক্ষের বেশি নাগরিক।