নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: সামনেই দুর্গা পূজা। পূজার মরশুমে ফের একবার রাজ্যবাসীকে অস্বস্তিতে ফেলে বৃদ্ধি পেল দৈনিক সংক্রমন। তবে দৈনিক সংক্রমন বাড়লেও ,নিম্নমুখী রাজ্যের দৈনিক মৃতের সংখ্যা। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৭৪৬ জন। এনিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৬ লক্ষ ৬৪ হাজার ১৩৯ জন।

গতকালের তুলনায় গত ২৪ ,ঘন্টায় কমেছে মৃতের সংখ্যা। একদিনে রাজ্যে করোনার কবলে পড়ে মারা গেছেন ১২ জন,যেখানে বুধবারের পরিসংখ্যানে সংখ্যাটা ছিল ১৩।

এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭০৪ জন। সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা ও উত্তর ২৪ পরগনা।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোভিড (COVID-19) আক্রান্তের সংখ্যা ১৩২। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত হয়েছেন ১২৫ জন। মৃত্যুর নিরিখেও একই সারিতে কলকাতা, উত্তর ২৪ পরগনা। দুই জেলাতেই একদিনে করোনার বলি ২ জন করে।
পুজোর মরশুমে রাজ্যে ভিড় সামাল দিতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জারি করা হয়েছে কোভিড বিধিনিষেধ। একইসাথে টিকাকরনে জোর দেওয়া হচ্ছে। উৎসবের মরশুমেও যাতে সকলে নিয়ম মেনে চলেন, তার আলাদা গাইডলাইন বেঁধে দেওয়ার জন্য বৃহস্পতিবারই হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে।