Coronavirus: টানা তিনদিন ৩০ হাজারের নীচে দৈনিক সংক্রমন, টিকাকরনে নতুন রেকর্ড ভারতের

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: পুজোর আগে বড়সড় স্বস্তি পেল স্বাস্থ্য মন্ত্রক। এনিয়ে পরপর তিনদিন দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের নীচে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া সোমবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪১ জন। এনিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ৭৮৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭৬ জনের। এপর্যন্ত দেশে করোনার মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৪৭ হাজার ১৯৪ জন।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ৩১ হাজার ৯৭২ জন। যার মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৯, ৬২১জন। কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে কোভিড অ্যাকটিভ কেস ২ লক্ষ ৯৯ হাজার ৬২০। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ লক্ষ ১৮ হাজার ৩৬২ জনের টিকাকরণ হয়েছে। আর তার জেরেই ৮৬ কোটি পেরল টিকাপ্রাপকের সংখ্যা।

দেশের মোট দৈনিক করোনা আক্রান্তর মধ্যে অর্ধেকের বেশি কেরলেই। দক্ষিণের এই রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ১৫,৯৫১। মৃত্যু হয়েছে ১৬৫ আক্রান্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *