Corona Virus in India: বড়সড় স্বস্তি মিলল দৈনিক সংক্রমণে, কমলো সক্রিয় রোগীর সংখ্যাও

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ২০১ দিন পর পরপর দুইদিন দেশের করোনা সংক্রমন থাকলো ২০ হাজারের নীচে। সেইসঙ্গে বুধবার বড়সড় স্বস্তি মিলল করোনার আক্টিভ কেসেও। বুধবারের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৮৭০ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকেও কিছুটা কম। একইসাথে একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৭৮ জন। তবে এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটা বেশি।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে দেশে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩ কোটি ২৯ লক্ষ ৮৬ হাজার ১৮০ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৮ হাজার ১৭৮ জন। এনিয়ে সবমিলিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ১৬ হাজার ৪৫১ জন। একইসাথে দেশে করোনার কবলে পড়ে মোট মারা গেছেন ৪ লক্ষ ৪৭ হাজার ৭৫১ জন।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৮২ হাজার ৫২০ জন। যা গত ১৯২ দিনের মধ্যে সর্বনিম্ন। এখনও পর্যন্ত দেশে মোট ভ্যাকসিন পেয়েছেন ৮৭ কোটি ৬৬ লক্ষ ৬৩ হাজার ৪৯০ জন, যার মধ্যে গত ২৪ ঘন্টায় ভ্যাকসিন পেয়েছেন ৫৪ লক্ষ ১৩ হাজার ৩৩২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *