নদিয়া: কৃষ্ণনগর পৌরসভার অভিনব উদ্যোগ। শহরকে পরিষ্কার রাখতে এবং জঞ্জাল মুক্ত রাখতে এবার বিশেষ পদক্ষেপ নিল কৃষ্ণনগর পৌরসভা। প্রসঙ্গত কৃষ্ণনগরের সদর মহকুমা শাসকের দায়িত্বভার গ্রহণ করার পরেই একের পর এক কর্মকান্ড করেই চলেছেন শহরকে পুরনো ছন্দে ফিরিয়ে আনতে। শহরবাসীর দাবি ছিল অপরিচ্ছন্ন রাস্তাঘাট এবং বিভিন্ন জায়গায় জঞ্জালের স্তুপের মত পরিণত হয়েছে।
সেই কথা মাথায় রেখে এবার ক্লিন কৃষ্ণনগর মিউনিসিপালিটি নামে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হলো পৌরসভার তরফে। শুক্রবার রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, জেলার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথ কে সহ একাধিক সরকারী আধিকারিকদের সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শহরের প্রতি ১০০ মিটার পর পর থাকবে বিশেষ ডাস্টবিনের ব্যবস্থা।
জঞ্জাল ফেলবে এবং পরবর্তীতে সেই ডাস্টবিন প্রতিদিন পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন কৃষ্ণনগর পৌরসভা। উল্লেখ্য বেশ কয়েক বছর ধরে নদীয়ার কৃষ্ণনগর শহরের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠেছিল পৌরসভার বিরুদ্ধে লাগাতার চলতে থাকে আন্দোলন এবং বিক্ষোভ পৌরসভার সাপাইকর্মী থেকে শুরু করে অধিকাংশ কাউন্সিলর ক্ষোভ উগড়ে দেয় বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে আটাতে অপরিচ্ছন্নতায় ভুগছিলেন কৃষ্ণনগর শহরবাসী। এবার সব অবসান ঘটিয়ে কৃষ্ণনগর শহরকে জঞ্জাল মুক্ত করতে নয়া উদ্যোগ পৌরসভা ও প্রশাসনের।
