নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ভোট পরবর্তী অবস্থায় দুদিন অন্তর অন্তর বেড়ে চলেছে জ্বালানির দাম । আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৮ পয়সা বেড়ে হয়েছে ৯৭ টাকা ১২ পয়সা । অন্যদিকে ডিজেলের দাম লিটারপ্রতি বেড়েছে ২৮ পয়সা । যার ফলে ডিজেলের দাম হয়েছে লিটারে ৯০ টাকা ৮২ পয়সা।
After remaining steady for a day, fuel prices increase again.
— ANI (@ANI) June 20, 2021
Petrol & diesel prices per litre – 97.22/litre & Rs 87.97/litre respectively in Delhi, Rs 105.43/litre & 96.65/litre in Bhopal, Rs 103.36/litre & Rs 95.44/litre in Mumbai and Rs 99.28/litres & Rs 93.30/litre in Patna pic.twitter.com/iBEsMSyvLm
দেশের বেশ কিছু শহরে আগেই ১০০ পেরিয়েছে পেট্রোলের দাম । অন্যদিকে পিছিয়ে নেই ডিজেলও। আর এর মাঝে পড়েই নাভিশ্বাস ওঠার অবস্থা দেশবাসীর। ইতিমধ্যে দেশের নানা প্রান্তে আনলক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ফলে রাস্তায় নামতে শুরু করেছে যানবাহনগুলি। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল ও ডিজেলের চাহিদাও।
রবিবার দাম বাড়ার ফলে দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৭.২২ টাকা। ডিজেলের দাম ৮৭.৯৭ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম লিটারে ১০৩.৩৬ টাকা। ডিজেলের দাম ৯৫.৪৪ টাকা। চেন্নাইতে রবিবার লিটার প্রতি পেট্রোল মিলছে ৯৮.৪০ টাকায়। ডিজেলের মূল্য লিটারে ৯২.৫৮ টাকা।
করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে দেশ। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম এক-দুদিন অন্তর বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। এর ফলে আশঙ্কিত মধ্যবিত্তরা।