ছাব্বিশের বিধানসভা পর্যন্ত প্রশান্ত কিশোরেকেই নির্বাচনী পরামর্শদাতা হিসেবে চাইছে তৃনমুল? জল্পনা তুঙ্গে

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: প্রশান্ত কিশোরের বুদ্ধিমত্তার জোরেই ২০২১-এর ভোট বৈতরণী পর করেছে তৃনমুল । ঠিক সেভাবেই রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচন পর্যন্ত তৃণমূলের ভোটকুশলী হয়ে কাজ চালিয়ে যাবে প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থা আইপ্যাক (I-PAC) । চব্বিশের লোকসভা এবং ছাব্বিশের বিধানসভাতেও প্রশান্ত কিশোরেকেই নির্বাচনী পরামর্শদাতা হিসেবে চাইছে তৃণমূলের একাংশ । মূলত ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে টার্গেট করেই এই সিদ্ধান্ত বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সেক্ষেত্রে আপাতত কলকাতায় নিজেদের কাজ চালিয়ে যাবে আইপ্যাক। রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা ।

গত ২ মে ভোটের রেজাল্টের পর ভোটকুশলী প্রশান্ত কিশোর জানিয়েছিলেন, তিনি আর আইপ্যাকের সাথে যুক্ত থাকতে চান না । তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতার যুক্তি ছিল, “আই প্যাকে আমি ছাড়াও আরও অনেকে কঠোর পরিশ্রম করেন। আর সুনাম শুধু আমার হয়। তাই সময় এসেছে নিজে পিছিয়ে এসে অন্যদের এগিয়ে দেওয়ার।” যদিও তাঁর বক্তব্যে স্পষ্ট নয়, তিনি পুরোপুরি I-PAC ছাড়বেন, নাকি আড়ালে থেকে পরামর্শদাতার ভূমিকা পালন করবেন।

এবার সামনে ২০২৪-এর চ্যালেঞ্জ। ইতিমধ্যেই জাতীয়স্তরে নরেন্দ্র মোদী তথা বিজেপি বিরোধী প্রধান মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যয়কেই বারেবারে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল । এমনকী বিধানসভা নির্বাচনের প্রচারে বিভিন্ন সময় দিল্লি জয়ের হুঙ্কার শোনা গিয়েছে মমতার গলাতেও। আর সেই কারণেই হয়ত ২০২১-এর সাফল্যের তৃণমূল চুক্তির মেয়াদ বাড়াল বলে মনে করছে রীজনৈতিকমহলের একাংশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *