নদিয়া:কল্যাণীতে ফের প্রকাশ্যে উঠে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনার জেরে আহত হয়েছে দুই বিজেপি নেতা । দুই পক্ষের তরফ থেকে অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে। বুধবার রাতে নদিয়ার কল্যাণীর শ্যামাপ্রসাদ ভবন বিজেপির পার্টি অফিসের সামনে এই ঘটনাটি ঘটেছে। বিগত বেশ কয়েকদিন আজ আগে সিএএ ক্যাম্প করা হয়। সিএএ ক্যাম্পের ওপর ভাঙচুর চালায় বিজেপির বিধায়ক গোষ্ঠী সহ মন্ডল সভাপতি এবং তার দলবল।
বিজেপির পার্টি অফিসের সামনে চলছে কালী পুজো। সেখানেই কয়েকজন বিজেপি কর্মী মিলে করছিল পিকনিক। অভিযোগ, সেই সময় কল্যাণী শহরের বিজেপি মন্ডল সভাপতির দলবল নিয়ে এসে হামলা চালায়। চেয়ার, টেবিল, মোটর সাইকেল ভাঙচুর করা হয়। এমনকি কয়েকজন বিজেপি কর্মীর ওপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বিভিন্ন জায়গায় বনগাঁর বিজেপি সাংসদ শান্ত ঠাকুরের নির্দেশে সিএএ ফর্ম ফিলাপের জন্য ক্যাম্প করা হয়েছে। বনগাঁ শহ র নদীয়ার কল্যাণী সেন্ট্রাল পার্কেও বিজেপির দলীয় কার্যালয়ের সামনে এই ক্যাম্প করা হয়েছে।
আর এ নিয়ে শুরু হয়েছে বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব। যদিও এই হামলার ঘটনার কথা অস্বীকার করেছেন বিধায়ক অম্বিকা রায়। তিনি ঘটনার সময় ছিলেন না বলে জানিয়েছেন। তবে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দকে তৃণমূল কটাক্ষ করতে ছাড়েন নি। এ বিষয়ে রানাঘাট সাংগঠনিক তৃণমূল সভাপতি দেবাশীষ গাঙ্গুলী বলেন, এটাই হচ্ছে বিজেপির কালচার। ক্ষমতায় না আসতেই যদি এরকম করে তাহলে পরবর্তীকালে অবস্থাটা কি হতে পারে বুঝুন। ওরা সব সময় এতদিন অন্যের ঘাড়ে দোষ দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। এবার নিজেদের মধ্যেই সে দাঙ্গা লেগে গেছে।
