নদিয়া: বিপুল পরিমাণ হিরোইন সহ গ্রেপ্তার হল দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালিগঞ্জ থানার মীরা গার্লস স্কুল পাঁচখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে একটি সাদা রঙের স্করপিও গাড়িতে তল্লাশি চালায় নদীয়ার কালিগঞ্জ থানার পুলিশ তল্লাশি চালিয়ে ৫ কেজি ৬৪ গ্রাম হিরোইন সহ মনোরুদ্দিন শেখ ওরফে মুন্নু এবং সারিকুল ইসলাম নামে দুই ব্যক্তিকে আটক করেন।
উদ্ধারকৃত হিরোইনের সাথে, নগদ ১১হাজার ৬৪০ টাকা,৩ টি মোবাইল ফোন এবং ওই স্করপিও গাড়িটিকে আটক করা হয়। পরবর্তীতে আটক হওয়া দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু গোস্বামী জানান, সোমবার সকালে কালিগঞ্জ থানার টহল দাঁড়িয়ে একটি গাড়ি টহল দেওয়ার সময় সন্দেহজনকভাবে একটি স্করপিও গাড়ি পুলিশের নজরে আসে।
সেই গাড়িতে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ হিরোইন মিলে একই সাথে এই হিরোইন বাজারের উদ্দেশ্যে থাকা দুই ব্যক্তিকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়। এত পরিমান হিরোইন কোথা থেকে কোথায় পাচার করা হচ্ছিল এবং এই ঘটনায় কোনও বড় চক্র জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করা হয়েছে।
