রানাঘাট,নদীয়া: দাদুর মৃত্যু হয়েছে ১১ দিন আগে। গঙ্গার ঘাটে ক্রিয়াকর্ম সম্পন্ন করতে গিয়ে জলে তলিয়ে গেল দুই বোন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার মুকুন্দনগর গঙ্গা নদীর ঘাটে।

নদীয়ার চাকদাহ থানার বিবেকানন্দ পল্লীর বাসিন্দা অর্পিতা গুহ (২৪) এবং রিয়া গুহ(২৩)। গত ১১ দিন আগে তার দাদু পরলোকগমন করেন। তার মৃত্যুর শেষ ক্রিয়া কর্ম করতে রানাঘাট মুকুন্দনগর গঙ্গার ঘাটে আসে তারা।

জানা যায় ঘাটের ক্রিয়াকর্ম প্রায় সমাপ্ত হয়ে যাওয়ার পর সকল স্নান করতে নামে। সকলেই স্নান করে উঠে আসে। ওই দুই বোন তারা উঠে এসেছিল প্রথমে। কিন্তু তারা আবার স্নান করতে নামে। তখনই হঠাৎ গঙ্গার পাকে পড়ে যায় তারা। নিমেষের মধ্যে গঙ্গার বুকে তলিয়ে যায় তারা।

নিজেরাই প্রাথমিকভাবে খোঁজাখুঁজি করে কিন্তু আর খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকদাহ থানার পুলিশ। পুলিশ এসে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তর এর সঙ্গে কথা বলে ডুবুরিরা তল্লাশি চালানোর কাজ শুরু করার প্রচেষ্টা চালাচ্ছে।
যদিও এই ঘটনায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবার এবং ওই এলাকার বাসিন্দাদের মধ্যে।