নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: আগামী শনিবার থেকে ফের একবার বিধিনিষেধের মেয়াদ বাড়লো রাজ্যে। তবে ছাড় দেওয়া হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। শনিবার নবান্নের তরফে জানানো হয়েছে, রাজ্যে করোনার বিধিনিষেধের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হল।
নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে বিধিনিষেধ বাড়ানোর পাশাপাশি বলা হয়েছে বিয়ে বাড়িতে আগে যেখানে ৫০ জনের অনুমতি ছিল ১৬ জানুয়ারি থেকে তা বাড়িয়ে ২০০ জন করা হল। একইসঙ্গে মেলা করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা তুলে দিল রাজ্য। নির্দেশিকায় বলা হয়েছে খোলা আকাশের নিচে মেলা করা যেতেই পারে। তবে সকলকে মাস্ক পরে,শারীরিক দূরত্ব মেনে চলতে হবে।
এই দুই ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও পুরোনো নিয়মে বন্ধ থাকছে স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। একইসাথে সমস্ত সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাত্রি ১০ টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। রাত্রিকালীন কারফিউ জারি থাকবে রাজ্য জুড়ে।