নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: টোকিও প্যারাঅলিম্পিকসে তৈরি হল ইতিহাস। চলতি প্যারালিম্পিক্সে (Tokyo Paralympics 2020) রুপো পেলেন ভারতীয় টেবিল টেনিস তারকা ভবিনাবেন প্যাটেল। ফাইনালে তিনি হেরে গেলেন চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। বিশ্বের ১ নম্বর ইং ঝৌয়ের বিরুদ্ধে হেরে গেলেন ভাবিনা। ৩-০ ফলে হারলেন ভারতের এই প্যারা অ্যাথলিট।
#Paralympics debut ✅#IND's first #ParaTableTennis medal ✅
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 29, 2021
Bhavina Patel's maiden appearance ends with a #Silver medal! #Tokyo2020pic.twitter.com/tINiLxkRL0
প্যারালিম্পিকে প্রথমবারের জন্য অংশ নেওয়া প্যাটেলকে এক ইঞ্চিও জমি ছাড়েননি ঝউ ইং। ৩-০ স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে সোনা জিতে নেন তিনি। ইংয়ের পক্ষে ম্যাচের ফল ১১-৭, ১১-৫, ১১-৬। তবে ততক্ষণে ইতিহাস গড়া হয়ে গিয়েছে প্যাটেলের। টোকিও অলিম্পিকে যেমন ভারোত্তোলক মীরাবাঈ চানুর (Mirabai Chanu) হাত ধরেই প্রথম পদকটি পেয়েছিল ভারত, ঠিক সেভাবেই প্যারালিম্পিকেও রুপো জিতে নয়া মাইলস্টোন তৈরি করলেন গুজরাটের টেবিল টেনিস খেলোয়াড়।
THE MOMENT ?Wonderful show of skill and mental resilience throughout her #Paralympics campaign.
— Doordarshan Sports (@ddsportschannel) August 29, 2021
?Proud Bhavina Patel pic.twitter.com/G0zCGJcQSW