CORONA Vaccine: এই দিন থেকে শুরু হচ্ছে দেশে কমবয়সীদের টিকাকরণ,জানালেন ভ্যাকসিন কমিটির প্রধান ডঃ এনকে আরোরা

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দেশজুড়ে শুরু হচ্ছে শিশুদের টিকাকরণ। আগামী সেপ্টেম্বর মাস থেকেই শিশুদের টিকাকরণ কর্মসূচি শুরু করতে চলেছে কেন্দ্র,এমনটাই জানিয়েছেন জাতীয় ভ্যাকসিন বিশেষজ্ঞ দলের প্রধান ডঃ এনকে আরোরা। তিনি আরও জানিয়েছেন ,জাইডসের টিকা দিয়েই কমবয়সীদের টিকাকরণ করা হবে। আগামী সপ্তাহেই ভারতে আসতে চলেছে Zydus Vaccine। তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ শুরু করতে চায় স্বাস্থ্যমন্ত্রক। সেইমতো ব্যাবস্থাও নেওয়া হচ্ছে জোরকদমে।

উল্লেখ্য ,গত জানুয়ারিতে প্রাপ্তবয়স্কদের টিকাকরণ শুরু করেছিল কেন্দ্র। অন্যদিকে Covaxin-এর ট্রায়ালও প্রায় শেষের পথে। বর্তমানে দেশে Covishield ও Covaxin টিকা দেওয়া হচ্ছে। অন্যদিকে রাশিয়ার ভ্যাকসিন Sputnik V ও Moderna ভ্যাকসিনকে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

কিছুদিন আগে কানাঘুষো শোনা যাচ্ছিল ,করোনার তৃতীয় ঢেউয়ে সবচেয়ে আক্রান্ত হতে পারে শিশুরা। তবে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কেউই দিতে পারেননি। তবে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের টিকাকরণ হলে স্বস্তিতে থাকবে অভিভাবকরা।

এদিকে, কেন্দ্রের ভ্যাকসিন বিষয়ক কমিটির উপদেষ্টা ডা: এন কে অরোরা জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে ভারতের সকল প্রাপ্তবয়স্ক মানুষ কোভিড টিকা পাবেন। তিনি আশ্বাস দিয়েছেন, সরকার ভ্যাকসিনের টার্গেট পূরণ করতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *